১৮ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জনগণ দেখেছে গুলশান-ক্যান্টনমেন্টে (ঢাকা-১৭ আসন) পাতানো, সাজানো নির্বাচন হয়েছে। ২০২৪ সালেও সরকার সেই রকম তামাশার নির্বাচন করতে চায়। বাংলাদেশের মানুষ, আন্তর্জাতিক সম্প্রদায় শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছে আর তামাশার নির্বাচন করতে দিবে না। দেশের জনগণের বাইরে আর কোনো ভোট হবে না। আমরা জনগণের ভোটের অধিকার রক্ষার জন্যে গণতন্ত্র, মানবাধিকার উদ্ধারের জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্ত আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে শেখ হাসিনার পতন তরান্বিত করে আমাদের আন্দোলন শেষ করবো। তার আগে এই আন্দোলন শেষ হবে না।
তিনি বলেন, আর কোনো আলোচনা নয়, এখন এক দফা আর সেই দফা হলো সরকারের পদত্যাগ। পদত্যাগ করুন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। নইলে পরিস্থিতি ভয়াবহ হবে। তার জন্য সরকারই দায়ি হবেন।
মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে পদযাত্রাপুর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি উদ্যোগে পদযাত্রাটি নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পলিটেকনিক মাঠে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, জাকির হোসেন বাবলু, মহানগর আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলম, অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, অ্যাডভোকেট এমএ হান্নান খান, লিটন আকন্দ, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, কায়কোবাদ মামুনসহ নেতৃবৃন্দ।##