শেরপুরের নালিতাবাড়িতে এক আত্মীয়ের জানাযায় অংশগ্রহন করতে গিয়ে ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে ফিরলো শিশুসহ ৮ জন। গুরুত্বর আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার সকাল পৌঁণে ৮টায় এ দূর্ঘটনা ঘটে। হতাহতরা সকলেই ময়মনসিংহের ভালুক্,া গফরগাঁও ও তারাকান্দা উপজেলার নিকত্মাতীয় বাসিন্দা। হতাহতের এ মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ নিহতের পরিবার ও স্বজনরা। ফুলপুর থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে। চলছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের স্ত্রী রেজিয়া খাতুন (৭০), একই গ্রামের রতন মিয়ার মেয়ে রিপা আক্তার (২৫), মশাখালি গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী পারুল বেগম (৪৫) ও মৃত আইয়ুব আলীর ছেলে শামসুল হক (৫৫), ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী বেগম (৩০), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০), ভালুকা উপজেলার শাহজাহানের শিশু কন্যা বুলবুলি (৫) ও সামমুন শেখের স্ত্রী মিলন (৬০)। হাসপাতালে ভর্তিকৃতরা হলেন, গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের ছেলে রতন মিয়া (৫৩), মশাখালী গ্রামের মৃত উসমানের ছেলে হাবি (৫৫), ভালুকা উপজেলার কাইচান গ্রামের মিলনের ছেলে মিজান (২৮) ও রাজৈ গ্রামের আবুল কালামের ছেলে সোহরাব (২৮)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও স্বজনরা জানায়, শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারোমারিতে হাসান আলী নামে এক আত্মীয়ের মৃত্যুতে সকাল ১০টায় জানাযায় অংশগ্রহনের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে মাইক্রোবাসযোগে রওনা হন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আঠারোদানা গ্রামের এলাহি বক্সের স্ত্রী রেজিয়া খাতুন (৭০), ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী বেগম (৩০), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০)সহ নিকটাত্মীয় ১৩জন। সকাল পৌণে আটটার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাসাটি নামকস্থানে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় এক শিশু, পাঁচজন নারী ও দুইজন পুরুষ ৮ জনের মরদেহ উদ্ধার করে এবং চারজনকে জীবিত উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারোমারিতে যাবার পথে সকাল পৌণে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার বাসাটি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হয়। মাইক্রোবাসটিতে চালকসহ ১৪ জন যাত্রী ছিলো।
###