সরকার সারাদেশে বিশেষ করে জেলাপর্যায়ে হাসপাতালের আইসিইউসহ জরুরি সেবা সম্প্রসারণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২২ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকার বাসভবন থেকে নোয়াখালীতে কোভিড-১৯ হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী নোয়াখালীতে স্থাপিত কোভিড হাসপাতালের জন্য নিজস্ব তহবিল থেকে দুটি আইসিইউ ও ভেন্টিলেটর হস্তান্তর করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ আইসিইউ ও ভেন্টিলেটর দু’টি গ্রহণ করেন।
সরকারের পাশাপাশি এই সংকটকালে বেসরকারি উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেভাবে চিকিৎসা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সহায়তা দিতে পারেন।’
তিনি বলেন, ‘অনেকে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে পাওয়া প্রেসক্রিপশন ফলো করে ভয়ঙ্কর স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। প্রয়োজনে হটলাইনে যোগাযোগ করুন। টেলিমেডিসিন সেবা নিন। অযথা সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসা করবেন না। আপনার সমস্যা অন্যের সাঙ্গে নাও মিলতে পারে। এতে আপনি ঝুঁকিতে পড়বেন।’
এ সময় বিএনপির পক্ষ থেকে ত্রাণ কাজে বাধা দেওয়ার যে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রসঙ্গে কাদের বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বিএনপিকে ত্রাণ কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোথায় কে বাধা দিয়েছে আপনারা স্পষ্ট করুন। তথ্য-প্রমাণ দিন। অভিযোগ সত্য হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। এছাড়া আমরা নিজেরাও খোঁজখবর নিচ্ছি। মানবিক কাজে বাধা দেওয়া আওয়ামী লীগের নীতি নয়।’
নোয়াখালীতে স্থাপিত কোভিড হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘স্থাপন করা হচ্ছে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সিস্টেম। এছাড়া সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। জেলায় আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষা চলছে। এর আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে স্বাস্থ্যসেবায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। আমি জেলার অন্যান্য প্রতিষ্ঠান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’