১৮ জুলাই ২০২৩, কাগজ ডেস্ক :
ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলতে হলে আফগানিস্তানকে আজ হারাতেই হবে। সে লক্ষ্যে কলম্বোয় আফগানিস্তান ইমার্জিং দলের মুখোমুখি হয়েছে টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত এক সেঞ্চুরির ওপর ভর করে আফগান ‘এ’ দলের বিপক্ষে ৩০৮ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে টাইগাররা।
অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন মাহমুদুল হাসান জয়। ১১৪ বলে ১০০ রান করে আউট হন তিনি। অসাধারণ ব্যাটিং করেছেন জাকির হাসানও। ৭২ বলে তিনি খেলেছেন ৬৪ রানের ইনিংস।
মিডল অর্ডারে জাকির হাসানকে নিয়ে জুটি গড়ে তোলেন মাহমুদুল হাসান জয়। ৭২ বলে ৬২ রান করে আউট হন জাকির হাসান। ১১৪ বলে ১০০ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। সৌম্য সরকার করেন ৪৮ রান।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম নেন ৪ উইকেট। ১টার করে উইকেট নেন মোহাম্মদ ইবরাহিম, জিয়া-উর রহমান, ইজহারুল্লাহ।
বাংলাদেশ ‘এ’: ৩০৮/৭ , ৫০ ওভার (নাইম শেখ ১৮, তানজিদ তামিম ৯, জাকির হাসান ৬২, সাইফ হাসান ৪, মাহমুদুল হাসান জয় ১০০, সৌম্য সরকার ৪৮, আকবর আলী ৪, শেখ মাহদি ৩৬*, রকিবুল হাসান ১৫*, অতিরিক্ত ১২; মোহাম্মদ সেলিম ৪/৬৫, মোহাম্মদ ইবরাহিম ১/৭৩, জিয়াউর রহমান ১/৪১, ইজহারুল হক নাভেদ ১/৫৯)।