ঝালকাঠিতে নতুন করে চারজনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।
এর আগে প্রথম দফায় ঝালকাঠি থেকে আইইডিসিআরে পাঠানো ছয়জনের নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। এছাড়া আরো ১১ জনের পাঠানো নমুনার রিপোর্ট এখনো আসেনি বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
ঝালকাঠির নলছিটি উপজোলার বিগপাশা গ্রামে কিডনি সমস্যা ও জ্বরে আক্রান্ত হয়ে রাবেয়া আক্তার কলি নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু। তার বাড়ির সবাইকে ১৪ দিনের হোম কোয়ারিন্টেনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।