টাঙ্গাইলে নতুন করে করোনা ভাইরাসে ১০ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৭৬ জনে।
বুধবার (১০ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ তারিখে জেলা থেকে ১২৪টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো। আজ সকালে সেগুলোর নমুনার ফলাফল আসলে তাতে নতুন করে ১০ জনের পজেটিভ পাওয়া যায়।
এদের মধ্যে সদর উপজেলায় ৩ জন, মির্জাপুরে ৪ জন, মধুপুরে ২ জন, ও বাসাইলে একজন রয়েছে।