যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ম্যাকলেন শহরে শনিবার দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হত্যাকারীও পরে আত্মহত্যা করে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গৃহ সমস্যা সংক্রান্ত ফোন কল পেয়ে ওই দুই কর্মকর্তা ঘরের দরজায় যাওয়ার পর তাদের লক্ষ্য করে গুলি করা হয়।
ম্যাকলেনের পুলিশ প্রধান ভিক্টর রদ্রিগোয়েজ এক সংবাদ সম্মেলনে বলেন, তাদের ওপর এ ধরণের মারাত্মক হামলা হতে পারে এটা কখনও ভাবারও কোন সুযোগ ছিল না।
তিনি বলেন, আইন প্রয়োগকারী অন্যান্য সদস্য ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি নিজেকে নিজে গুলি করে এবং মারা যায়।
সন্দেহভাজন ব্যক্তির নাম এলডন ক্যারামিলো (২৩)। নানা সময়ে তার অপরাধ করার ইতিহাস রয়েছে।