কাগজ প্রতিবেদক
ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আবু ওয়াহাব আকন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় ময়মনসিংহে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নগরীর টাউন হল চত্বর থেকে একটি মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বর এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলপুর্ব সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নবনির্বাচিত ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এসময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, শরাফউদ্দিন কোহিনুর, রতন আকন্দ, শিব্বির আহমেদ বুলুসহ মহানগর ও সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।