করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সহকারী অধ্যাপক ডা. মো: মঈন উদ্দিনের রূহের মাগফিরাত কামনায় আগামী ২০ এপ্রিল সোমবার দোয়া দিবস ঘোষণা করেছে ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ)। শুক্রবার এনডিএফের সাধারণ সম্পাদক ডা. একেএম ওয়ালী উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে এনডিএফের সাধারণ সম্পাদক ডা. একেএম ওয়ালী উল্লাহ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রিয় চিকিৎসক ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত গত ১৫ এপ্রিল শাহাদাত বরণ করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। এই পরিপ্রেক্ষিতে এনডিএফ আগামী ২০ এপ্রিল সোমবার দোয়া দিবস ঘোষণা করেছে। আসুন আমরা সবাই ওই দিন যে কোনো এক নামাজের পরে নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে মরহুমের জন্য মাগফিরাত কামনা করি, যাতে মহান আল্লাহ ডা: মঈনের শাহাদাতকে কবুল করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।