বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নিজ দেশে ফিরে গেলেন নেপালের আরও ১৫৫ জন নাগরিক। এটি ছিল করোনা পরিস্থিতির মধ্যে তৃতীয় বিশেষ ফ্লাইট। তিন দফায় বাংলাদেশ থেকে ফিরেছেন দেশটির ৫৭৫ জন নাগরিক।
ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস জানিয়েছে, হিমালয়া এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে অবস্থানরত নেপালী শিক্ষার্থী ও দেশটির সাধারণ নাগরিক ঢাকা ছেড়েছেন।
শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।
ফ্লাইটটি আয়োজনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) সর্বাত্মক সহযোগিতা করেছে বলে জানিয়েছে দেশটির দূতাবাস।
এর আগে গত ১৪ জুন প্রথম এবং ১৭ জুন দ্বিতীয় বিশেষ ফ্লাইটে নেপাল ফিরে যান আরও ৪২০ জন নেপালী। ১৪ জুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রথমবারের মতো নিজ দেশের নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের আয়োজন করে নেপাল দূতাবাস। নেপাল এয়ারলাইন্সের সেই বিশেষ ফ্লাইটে ২৬০ জন নেপালের নাগরিক ঢাকা ছাড়ে। এছাড়া গত ১৭ জুন হিমালয় এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফিরে যান দেশটির ১৬০ শিক্ষার্থী।