কাগজ প্রতিবেদক, ত্রিশাল :
ময়মনসিংহের ত্রিশালে বুক ও পেট জোড়া লাগানো দুই কন্যা সন্তানের জন্ম হয়েছে। পরিবার সুত্রে জানাযায়, গত ৩ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে বুক ও পেট জোড়া লাগানো দুই কন্যা সন্তানের জন্মদেন ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের মোঃ আল আমিনের স্ত্রী ফরিদা বেগম। পরিবার জানায়, জোড়া দুই কন্যা শিশু সম্পূর্ন সুস্থ রয়েছে। তারা স্বাভাবিক মায়ের বুকের দুধ পান করছে। শিশু দুটির হাত, পা, মুখ, মাথা সব কিছুই আলাদা রয়েছে। শুধু তাদের বুক ও পেট জোড়া লাগানো। জোড়া শিশু দুটিকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। এই জোড়া কন্যা শিশুকে দেখকে ভিড় করছে অনেক মানুষ। শিশু দুটির নাম রাখা হয়েছে জান্নাতি ও ফাতেমা।
জোড়া কন্যা শিশুর মাতা ফরিদা বেগম বলেন, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। শিশু দুটির পিতা গার্মেন্টস এ কাজ করেন। তা দিয়ে কোন রকম সংসার চলে । আমাদের ঘরে জোড়া কন্যা সন্তান জন্ম হয়েছে। আমরা চাই জোড়া কন্যা সন্তানদের অপারেশনের মাধ্যমে আলাদা করতে। আমাদের ওই সামর্থ্য নাই। তাই সরকার, এলাকাবাসীসহ কোন বৃত্তবান এগিয়ে আসলে সন্তানদুটি স্বাভাবিক জিবন ফিরে পাবে।
জোড়া কন্যা শিশুর পিতা আল আমিন বলেন, আমার শিশু দুটি সুস্থ আছে। তাদের সব কিছুই আলাদা। শুধু বুক ও পেট জোড়া লাগানো। আমরা অনেক কষ্টে রয়েছি। আমাদের কাছে চিকিৎসা করারমত অর্থ নাই। সরকার এগিয়ে আসলে শিশু দুটিকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে পারবো। ##