১৭ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক, ত্রিশাল
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ত্রিশাল পৌর মিলনায়তনে “অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, বিপক্ষে শুকতারা বিদ্যানিকেতন অংশগ্রহন করে। বিচারকদের বিচারে চ্যাম্পিয়ন হয় শুকতারা বিদ্যানিকেতন।
বিতর্ক প্রতিযোগিতার আলোচনা সভায় ময়মনসিংহ জেলা দূর্ণীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক আলমগীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেওয়া হয়।