রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তারকৃত মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধ দীর্ঘ হচ্ছে অভিযোগের তালিকা।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর পর্যন্ত তার বিরুদ্ধে নতুন করে প্রায় ১৫০টি অভিযোগ জমা পড়েছে র্যাবের হট লাইনে। এ অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘পণ্য কিনে টাকা না দেওয়া, বিদেশ পাঠানোর নামে টাকা আদায়, সরকারি চাকরি দেওয়ার নামে টাকা আদায়, অফিসের স্টাফদের বেতন না দেওয়া, টাকা ফেরত চাইতে গেলে ভয়-ভীতি দেখানোসহ বিভিন্ন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এগুলোর যাচাই-বাছাই চলছে।’
প্রসঙ্গত, গত ৬ জুলাই সাহেদের মালিকানাধীন উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতালে করোনা টেস্টের প্রতারণার অভিযোগে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় হাসপাতাল থেকে বিপুল পরিমাণ জাল সনদ, সনদ তৈরি বিভিন্ন সামগ্রী উদ্ধার করে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাহেদ এখন ১০ দিনের রিমান্ডে রয়েছে। তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ৫৪টি মামলা করা হয়েছে।