1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. editor@amadergouripur.com : Al Imran :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীর ওপর হামলা, ২৪ ঘন্টায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা।। আহ্বায়ক ফরহাদ, সদস্য সচিব রবিন শেখ হাসিনার শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি খুন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি আল-আমিন, সম্পাদক বিপ্লব ময়মনসিংহে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত যুব মহিলা লীগ নেত্রী শিমুর বিরুদ্ধে মামলা গৌরীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হত্যাকাণ্ডের বিচারের দাবি সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত সেই শ্যামল গ্রেফতার জুলাই বিপ্লবের কন্যাদের গল্প শুনলেন ড. ইউনূস ময়মনসিংহে ৮ দিন বন্ধের পর বিভিন্ন রুটে চালু হলো ট্রেন

দুই বছরে পা রাখল ত্রিশালে মায়ের পেট ফেটে বের হওয়া ফাতেমা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৪৮ Time View

১৭ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক

মায়ের পেট ফেটে ভূমিষ্ট ফাতেমা। ঘাতক ট্রাক পিষে দেয় বাবা-মা ও বোনকে। সড়কের মৃত্যুুপুরীতে অলৌকিকভাবে বেঁচে যায় ফাতেমা। সব হারানো ফাতেমার ঠাঁই হয় ছোটমণি নিবাসে। সেখানকার কর্মীদের আদর স্নেহে বেড়ে উঠছে ফাতেমা। আজ ফাতেমার প্রথম জন্মদিন। এ উপলক্ষে ছোটমণি নিবাস ছোট পরিসরে ফাতেমার জন্ম উৎসবও পালন করেছে। গত বছরের ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগমুহূর্তে জন্ম নেয় ফাতেমা। পৃথিবীতে আসার সময়টা স্বাভাবিক ছিল না তার। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মা-বাবা ও বোনকে হারিয়েছে সে। সেদিন অলৌকিকভাবে বেঁচে যায় ফাতেমা।
রোববার (১৬ জুলাই) এক বছর বয়স পূর্ণ হয়েছে তার। বর্তমানে আজিমপুর ছোটমণি নিবাসে আদর-যতেœ বেড়ে উঠছে ফাতেমা। সেখানে বিভিন্ন বয়সী ২৮ শিশুর সঙ্গে তার বাস। এক বছর হওয়ায় খিচুড়ি খাওয়ানো হয় তাকে। সেইসঙ্গে ফিডারে দুধ খায়, ফলের রস দেওয়া হয়। যারা তার মাকে চিনতেন, তারা বলছেন ফাতেমার চেহারা মায়ের মতোই হয়েছে।
মা-বাবাকে হারিয়ে ছোটমণি নিবাসে ফাতেমার বেড়ে উঠার এসব তথ্য জানিয়েছেন দাদা মোস্তাফিজুর রহমান বাবলু। তিনি বলেন, মাসে দুই-তিন বার নাতনিকে দেখতে ছোটমণি নিবাসে যাই। প্রতিবার যাওয়ার সময় ফাতেমার দাদি, বোন জান্নাতুল ও ভাই এবাদতকে সঙ্গে নিয়ে যাই। ফাতেমা সেখানে বেড়ে উঠছে সুন্দরভাবে।
সর্বশেষ গত ৭ জুলাই সবাই মিলে ফাতেমাকে দেখতে গিয়েছিলেন জানিয়ে মোস্তাফিজুর রহমান আরও বলেন, ফাতেমা সবসময় হাসি-খুশি থাকে। তবে বাবা-মায়ের কথা এখনও বুঝতে পারে না। আমাদের আপনজন মনে করে। আমরা আদর-যতœ করে রেখে আসি। তবে তাকে এভাবে রেখে আসতে কষ্ট হয় আমাদের।
ফাতেমার বড় বোন জান্নাতুল ফেরদৌস ও ভাই এবাদতকে গ্রামের বাড়িতে লালনপালন করছেন দাদা মোস্তাফিজুর রহমান এবং দাদি সুফিয়া খাতুন। জান্নাতুল ও এবাদত তাদের কাছে ভালো আছে।
‘জান্নাতুল ও এবাদত আমাদের কাছেই থাকে’ উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় আনোয়ারা কিন্ডারগার্টেনে পঞ্চম শ্রেণিতে পড়ে জান্নাতুল। তার বয়স ১১ বছর। একই প্রতিষ্ঠানে এবাদত প্রথম শ্রেণিতে পড়ে। তার বয়স ছয় বছর। মাঝে মধ্যে জান্নাতুল মা-বাবার কথা মনে করে কাঁদে। তবে এবাদত তেমন একটা মনে করতে পারে না। আদর-যতœ করে মা-বাবার কথা তাদের ভুলিয়ে রাখার চেষ্টা করি সবসময়।
জান্নাতুল ফেরদৌস জানায়, দিন দিন ফাতেমা বড় হয়ে উঠছে। ঢাকায় দেখতে গেলে আমার কোলে আসতে চায় না। তবে ভাই এবাদতের কোলে উঠে বসে থাকে। মা-বাবার কথা খুব মনে পড়ে আমার। মাঝেমধ্যে কবরের কাছে গিয়ে বসে থাকি। ছোট ভাই এবাদত মা-বাবার কথা তেমন একটা মনে করতে পারে না। দাদা-দাদি আমাদের খুব আদর-যতœ করেন। সব চাওয়া পূরণ করেন।
ফাতেমার দাদি সুফিয়া খাতুন বলেন, ফাতেমার বয়স এক বছর হয়ে গেল। ছেলে জাহাঙ্গীর আর তার স্ত্রী রতœা এভাবে চলে যাবে তা কখনও ভাবিনি। তারা পৃথিবী ছেড়ে চলে গিয়ে ফাতেমা আর দুই ভাইবোনকে আমাদের কাছে এতিম করে রেখে গেছে। দাদা-দাদি ছাড়া তিন নাতি-নাতনির আর কেউ নেই। তিন ভাইবোনকে মানুষের মতো মানুষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।
গত বছরের ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম (৪২), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রতœা বেগম (৩২) ও তাদের ছয় বছরের মেয়ে সানজিদা নিহত হন। এ সময় ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা রতœার মৃত্যুর আগমুহূর্তে পেট ফেটে এক মেয়ে সন্তানের জন্ম হয়। উপজেলার কোর্ট ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছিল। পরে শিশুটির নাম রাখা হয় ফাতেমা।
তাকে সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে আজিমপুরের ছোটমণি নিবাসে রাখা হয়েছে। তাদের বাড়ি ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায়। সেদিন মেয়ে সানজিদার চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন বাবা-মা। ফেরার পথে ঘটেছিল এ দুর্ঘটনা। মর্মান্তিক এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। পরিবারটিকে আর্থিক সাহায্য দিতে এগিয়ে আসেন অনেকে।
ঘটনাটি স্মরণ করে ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, শিশু ফাতেমা সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে আজিমপুরে ছোটমণি নিবাসে আদর-যতেœ বেড়ে উঠছে। সড়ক বিভাগসহ বিভিন্ন সংস্থার সহযোগিতার অর্থ যৌথ হিসাবে ব্যাংকে জমা রাখা হয়েছে তিন শিশুর লেখাপড়াসহ যাবতীয় খরচ চালানোর জন্য। তারা যেন মানুষের মতো মানুষ হয়, সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখছি আমরা।
তিনি আরও বলেন, বিভিন্ন জনের সহযোগিতা এবং বিআরটিএ ট্রাস্ট কর্তৃক আর্থিক সহায়তাসহ ব্যাংকে ১৩ লাখ ১০ হাজার টাকা আছে। এই টাকা থেকে জান্নাতুল ও এবাদতের ভরণপোষণসহ যাবতীয় খরচ চালানো হয়। প্রতি মাসে খরচের টাকা তোলার জন্য ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে তিনি অনুমোদন দিলে চেক নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুয়েল আহমেদ বলেন, ঘটনার পর মানুষের আর্থিক সহায়তায় সোনালী ব্যাংকে একটি যৌথ হিসাব খোলা হয়েছিল। সেই টাকা থেকে প্রতিমাসে কিছু জান্নাতুল ও এবাদতের ভরণপোষণ বাবদ দাদার কাছে দেওয়া হয়। তাদের জন্য ঘর করতে ডাচ-বাংলা ব্যাংক থেকে সাড়ে তিন লাখ টাকা দেওয়া হয়েছে।
এদিকে রোববার ফাতেমার জন্মদিন আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপন করা হয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ১১টায় ঢাকার আজিমপুরের ছোটমণি নিবাসে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। ছোটমণি নিবাসের কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে আনুষ্ঠানিকভাবে ফাতেমার জন্মদিন পালন করেন। এ সময় নিবাসের অন্য শিশুরা উপস্থিত ছিলেন।
এছাড়াও নিহত তিনজনের জন্য এদিন দুপুরে গ্রামের বাড়ি ত্রিশালের রায়মণিতে কোরআন খতমসহ দোয়ার আয়োজন করা হয়। এতে নিহতদের ও ফাতেমার জন্য দোয়া করা হয়। গ্রামের বাড়িেেত দোয়ার আয়োজন করার কারণে নাতনির কাছে আমরা যেতে পারিনি বলে জানিয়েছেন ফাতেমার দাদা মোস্তাফিজুর রহমান বাবলু। তবে আগামী শুক্রবার ফাতেমাকে দেখতে যাবেন বলে জানান তিনি।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Designed and developed by Mymensinghitpark