জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও বাঙ্গালীর মুক্তির সণদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় ময়মনসিংহ থেকে দুইজন পুরস্কার পেয়েছেন।
আজ গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভিডিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এ অঞ্চলের বিজয়ী দুই শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন।
এসময় জেলা পরিসদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, জেলা তথ্য কর্মকর্তা আল ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।