গত দুই সপ্তাহে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছে ৭৭৯ জন বাংলাদেশী। ফিরে আসা নারী, পুরুষ ও শিশুকে ১৪ দিনের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনায় ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়।
পরিসংখ্যানে দেখা যায়, ৬ এপ্রিল ৫৪ জন, ৭ এপ্রিল ৪৮ জন, ৮ এপ্রিল ৫০ জন, ৯ এপ্রিল ১৪ জন, ১০ এপ্রিল ৩৪ জন, ১১ এপ্রিল ৫৬ জন, ১২ এপ্রিল ৫০ জন, ১৩ এপ্রিল ৪৮ জন, ১৪ এপ্রিল ৬৭ জন, ১৫ এপ্রিল ৭৬ জন, ১৬ এপ্রিল ৫৭ জন, ১৭ এপ্রিল ৭৯ জন, ১৮ এপ্রিল ৬৬ জন, এবং ১৯ এপ্রিল ৮০ জন দেশে প্রবেশ করেছেন। তারা ভারতে চিকিৎসা, ব্যবসা ও বেড়ানোর শেষে ভারতের হরিদাসপুর হয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরে এসেছে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্র থেকে এসব যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার পর সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও ডিবির তত্বাবধানে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউনুচ আলী জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা রয়েছে ০৬ এপ্রিল থেকে যারা ভারত হতে ফিরবেন তাদের ১৪ দিন বাধ্যতা মুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। গত ২ সপ্তাহে ভারত থেকে ফিরেছেন ৭৭৯ জন।