দুবাই থেকে ফিরলেন আরও ১৫৮ বাংলাদেশি। কোভিড-১৯ মহামারির কারণে আটকা পড়েন তারা।
সোমবার(১৫ জুন) দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে ১৫৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট। মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে সেটি ঢাকায় অবতরণ করে।
ইউএসবাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, দুবাই আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করছে।