১৭ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক, দুর্গাপুর
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সংগঠনটির অস্থায়ী কার্যালয় উকিলপাড়ায় আলোচনা ও কেক কাটার মাধ্যমে পালিত হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী।
এ সময় বাজুস উপজেলা শাখার সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি গৌতম দাশ, কোষাধক্ষ্য সুমন দাশ (গুসাই), খোরশেদ আলম, দ্বীন ইসলাম, আব্দুল কাদির, বাবুল মিয়া, ভরত বণিক প্রমুখ।
এ সময় ব্যবসায়ীরা বলেন, বাজুস দীর্ঘদিন ধরেই মানুষের আস্থা আর ভালোবাসা ধরে রেখে সংগঠনটি আজ ৫৮ বছরে পা রাখলো। দীর্ঘ এই পথ চলায় সঙ্গী হতে পেরে আমরাও আনন্দিত। আগামী দিনগুলোতেও গ্রাহকদের বিশ্বাস ও আস্থা ধরে রেখেই এগিয়ে যেতে চাই।