আড়াইহাজারে মাহাবুব (১৪) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। নিহত মাহাবুব ওই গ্রামের আশকর আলীর ছেলে।
নিহতের বড় ভাই আবু হানিফ জানান, তার ভাই বন্দর কওমী মাদরাসায় পড়ালেখা করত। করোনার কারণে মাদরাসা বন্ধ থাকায় বর্তমানে সে বাড়িতেই ছিল। ১৭ মে মাহাবুব এলাকার খারাপ ছেলেদের সাথে খেলাধুলা করলে আমার চতুর্থ ভাই তৈয়ব তাকে শাসন করে। পরে সে রাগ করে বাড়ি থেকে চলে যায়। অনেক খুঁজাখুঁজির পর রোববার দিবাগত রাত ১২টার দিকে তার ভাইকে বিবস্ত্র অবস্থায় সেন্দী ধান ক্ষেতে পাওয়া যায়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে সোমবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহতের ভাই আবু হানিফ আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।