নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর (২৬) মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ।
করোনায় আক্রান্ত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে সন্দেহে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মৃত নারীর স্বামীর বাড়ি উপজেলার মাটিন্দর ইউপির বাজকোলা গ্রামে। শুক্রবার ঢাকার আশুলিয়া থেকে তিনি সেখানে যান।
এলাকাবাসী ও নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মনজুর এ মোর্শেদ জানান, ওই নারী শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন। শনিবার ভোর রাতে তাকে শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় তার পরিবারের লোকজন। সেখানে চিকিৎস্যাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি মারা যান।
পরিবারের লোকজন গোপনে তার লাশ নিয়ে গ্রামের বাড়িতে দাফনের জন্য গেলে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সন্দেহে গ্রামে ঢুকতে বাধা দেয় স্থানীয়রা। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে শ্বশুর বাড়ির লোকজন লাশ নিয়ে দ্রুত তার বাবার বাড়ি একই উপজেলার আকবরপুর ইউপির ব্যাদাপুর গ্রামে নিয়ে যায়।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন জানান, ওই নারীর নমুনা সংগ্রহের জন্য অ্যাম্বুলেন্স যোগে চিকিৎসক পাঠানো হয়েছে।