নওগাঁর পত্নীতলায় বিষধর সাপের কামড়ে শাহিনুর আলম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মাটিন্দ্র ইউনিয়নের মাটিন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিন্দ্র ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেল হোসেন।
নিহত যুবক ওই গ্রামের কৃষক গফুর আলীর ছেলে।
ইউপি চেয়ারম্যান রুবেল হোসেন জানান, শাহিনুর গতরাতে তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তার ২টায় সাপ তার পায়ে দংশন করে। এরপর তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন।
রাতেই তার স্বজনরা গ্রামের ওঝা এনে ঝাড় ফুঁক দেন। এতে তার অবস্থার উন্নতি না হলে ভোর ৫টায় শাহিনুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী সাপে তাকে দংশন করেছে তা জানা যায়নি।