কাগজ প্রতিবেদক, নান্দাইল,
ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশায় এইচবিবি সড়কের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম সিএন্ডবি রোড হইতে জিলু মেম্বারের বাড়ী পর্যন্ত নবনির্মিত সড়কের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
উদ্ভোধনী অনুষ্ঠানে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং এলাকাবাসীর সাথে বিশদ মতবিনিময় করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, চন্ডীপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য রতন ভূইঁয়া, নান্দাইল সরকারী শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সদস্য নাজমুল হক মাসুম, চন্ডীপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল আহম্মেদ রুবেল সহ প্রমুখ।
এসময় ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা সহ দেশ ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।