নেত্রকোণার আটপাড়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার অজ্ঞাতপরিচয় এই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর । বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার সুখারি ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামে মগড়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। আটপাড়[ থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, নীলকণ্ঠপুর গ্রাম এলাকায় মগড়া নদীতে উজান থেকে স্রোতে ভেসে আসা অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তদন্তের পাশাপাশি আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।