কাগজ প্রতিবেদক, নেত্রকোনা,
নেত্রকোণায় প্রধানমন্ত্রী ও জাতির জনককে অশালীন ভাষায় গালিমন্দ করায় বীর মুক্তিযোদ্বা মামা শামছুল হক তার আপন ভাগ্নের বিরুদ্বে থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। বীর মুক্তিযোদ্বা শামছুল হক বলেন, আমি শেখ মজিবের আদর্শে অনুপ্রানীত হয়ে জীবন বাজি রেখে দেশ রক্ষায় যুদ্ব করেছি। বর্তমানে আমি শারীরিক ভাবে অসুস্থ। আমার বাসায় এসে আমার ভাগ্নে জাতির জনক শেখ মজিবর রহমান ও বর্তমান দেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি তা সয্য করতে না পেরে আমি আমার আপন বড় বোনের ছেলের বিরুদ্বে বিভিন্ন অভিযোগ দায়ের করেছি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
তার অভিযোগটি হুবহু নিম্নে তুলে ধরা হল। আমি নিন্ম স্বাক্ষরকারী বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, পিতামৃত আমির উদ্দিন খান, সাং- পাহাড়পুর, খানা আটপাড়া, জেলা . নেত্রকোণা। , হালসাং শুনেশ্বর, থানা আটপাড়া, জেলা নলেক্রকোণা । আমি বর্তমানে নেত্রকোণা শপৌরশহড়ের বনোয়াপাড়া এলাকায় নেওয়াজনগর সালালী কুটিরে নীছতলায় ভাড়া বাসায় থাকি। বিবাদী মো অলিউল্লা তাল্ুকদান্ধ ৩৫), পিতামৃত তাহের উদ্দিন তালুকদার, সাং ঘাগড়া, থানা আটপাড়া, জেলা নেত্রকোণা। বর্তমান অবস্থান আব্বাসনগর, নেত্রকোণা, থালা ও জেলা নেত্রকোণা ॥ বিবাদী একজন অত্যভ্ত দুর্দান্ত প্রকৃতির উশৃঙ্খল, সন্ত্রাসী ও দেশদ্রোহী প্রকৃতির লোক । বিবাদী আমার সম্পর্কে আপন ভাগ্নে । ভার পিতা তাহের উদ্দিন তালুকদার ১৯৭১ সালের সুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক বাহিনীর দোসর হিসেবে দেশদ্রোহী কর্মকান্ডে লিপ্ত ছিল এবং পাক বাহিনীর অপকর্মের সঙ্গী ছিল। আমার ভগ্নীপতি তাহের উদ্দিন তালুকদারের এহেন দেশদদ্রাহী ও মানবতাবিরোধী অপকর্মের দরুন আমি ও আমার পরিবার তাহার সহিত সম্পর্ক বিচ্ছিন্ন করি । উক্ত বিষয়কে কেন্দ্র করে বিবাদী মোঃ অলিউল্লা তালুকদার আমার প্রতি ক্ষিপ্ত ছিল । সে প্রায়ই ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ব ও বীর সুক্তিযোদ্ধাদের নিয়ে নানান কটুক্তি করিত । যাহার কারণে আমি তাহাকে আমার বাসায় আসতে নিষেধ করি ।
বিগত ২৪/০৬/২০২৩ ইত তারিখ রোজ শনিবার সময় রাত অনুমান ৯.০ ঘটিকায় বিবাদী আমার বাসায় অনুপ্রবেশ করে আমাকে অশ্লীল ভাষায় অকথ্য গালিগালাজ করে এবং আমি বিবাদীর এহেন কথার প্রতিবাদ করিলে বাবদী আমার দেয়ালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ছবি ও মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ছবি দেখিয়া অশ্লীল অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, আর কয়েকদিন পর বিএনপি ক্ষমতায় আসছে । তখন তোদের মতো সুক্তিযোদ্ধাদের আমরা কচুকাটা করিব । তোরা মুক্তি্িযোদ্ধারা হাসিনার আমলে সুযোগ সুবিধা বেশি পেয়ে তেল হয়ে গেছে? আমরাা ক্ষমতায় গেলে তোর নেত্রী হাসিনাকে দিয়ে চামভার ব্যবসা করিব । এই দেশে হাসিনা ও জয়ের জায়গা হবে না। ভারতীয় দালাল বঙ্গবন্ধু মুসলিম রাষ্ট্র পাকিস্থান ভেঙ্গে বাংলাদেশের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধুকে যেভাবে সপরিবারে খুন করা হযেছে, তোর নেত্রী হাসিনাকে সপরিবাবে খুন করিব ।”
বিবাদী জাতির জনক বঙ্গবন্ধু শেখ সুজিবর রহমানের ছবি ও মাননীয় প্রধানমন্ত্রী; দেশরত্ব শেখ হাসিনার প্রতি অবমাননাকর উক্তি করতঃ আমার দেওয়ালে থাকা ছবি ২টি ভাংচুর করতে উদ্যত হইলে আমি তাহাকে বাঁধা প্রদান করি । বিবাদী আমাকে খুন জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে । বিবাদী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর ব্রহমানের ছবি ও মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনার প্রতি অবমাননাকর উক্তি করে আমার আদর্শিক চেতনা ও আবাবেগে আঘাত করেছে । বিদ্যমান পরিস্থিতিতে সুবিবেচারের আশায় কিছুটো বিলাস্বে অত্র অভিযোগ দাখিল করিলাম ।