নড়াইল সদরের ডুমুরতলা বিলে বোরো ধান কাটার সময় বজ্রপাতে ইয়াসিন শিকদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইয়াসিন ডুমুরতলার লুৎফর সিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ডুমুরতলা বিলে ধান কাটতে যান ইয়াসিন। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে নিরাপদ আশ্রয় নেন। এরপর বৃষ্টি কিছুটা কমে গেলে ইয়াসিন আবার ধানের জমিতে যান। তখন ফের বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তার শরীর ঝলসে যায়।
স্থানীয় যুবক রাসেল মোল্যা বলেন, এ দুর্ঘটনায় আমি ৯৯৯ নম্বরে ফোন দেই। ওখান থেকে নড়াইল ফায়ার সার্ভিস স্টেশনে সংযোগ স্থাপন করা হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ইজিবাইকে করে ইয়াসিনকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।