পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে পাটুরিয়া ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক ট্রাক।
তবে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ির চাপ নেই বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির (আরিচা) ডিজিএম জিল্লুর রহমান।
তিনি আরো জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। তীব্র স্রোতের কারণে প্রতিটি ট্রিপে ফেরি ১০ থেকে ১৫ মিনিট সময় বেশি নিচ্ছে। ঘাট এলাকায় পারের অপেক্ষায় ট্রাক থাকলেও বাস ও ছোট গাড়ির চাপ নেই।