রংপুরের পীরগাছার তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরের একটি ডোবা থেকে রোববার বিকেলে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সুবর্ণা ও কাইফা নামের ওই দুই শিশু একে অপরের খালাতো বোন।
পীরগাছা থানার ওসি রেজাউল ইসলাম জানান, দুই দিন আগে মায়ের সঙ্গে পাশের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর গ্রাম থেকে রহমত চর গ্রামে খালু আব্দুল খালেকের বাড়িতে বেড়াতে আসেন বাবুল মিয়ার মেয়ে কাইফা খাতুন (৮)। রোববার দুপুরে খাওয়ার পর খালেকের মেয়ে সুবর্ণা খাতুন (৯) তার খালাতো বোন কাইফাকে নিয়ে বাড়ির পাশে খেলা করছিলেন। এর কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ডোবায় তাদের লাশ ভাসতে দেখেন সুবর্ণার মা। পুলিশের ধারণা খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।