জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও ঈদ উপহার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ (পুনাক) ময়মনসিংহ। বুধবার দুপুরে পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপার পতœী কানিজ আহমার এই উপহার সামগ্রী তুলে দেন।
এসময় হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান, ধোবাউড়া থানার ওসি আলী আহাম্মদ, ডিবি পুলিশের সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন, এসআই কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
যেসব এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে, সেগুলো হলো- ধোবাউড়া উপজেলার সদর, বাঘবেড়, পোড়াকান্দুলিয়া, গামারিতলা, ঘোষগাও ও গোয়াতলাসহ ৭টি ইউনিয়নে দুই শতাধিক ক্ষতিগ্রহস্থ পরিবার এবং হালুয়াঘাট উপজেলার তিন শতাধিক হতদরিদ্র ও অসহায়দের মাঝে আতব চাল, তেল, সেমাই, চিনি ও দুধসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও পুনাক ময়মনসিংহের উদ্যোগে করোনায় বেকার ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে বিভাগীয় নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় খাদ্য সহায়তা (চাল, ডাল, আলু, তেল, চিনি, চা, দুধ) প্রদান করেন। ###