কাগজ প্রতিবেদক
ময়মনসিংহের মুক্তাগাছা ও নগরীর বিভিন্ন সড়কে প্রকাশ্যে চাঁদা আদায়কালে সাত চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (১৪ জুলাই) রাত ১১ টার দিকে মুক্তাগাছা ও নগরীর বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে সংঘবদ্ধ পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজীকালে এদের গ্রেফতার করা হয়। এসময় চাঁদা আদায়ের নগদ ২৭ হাজার ৫১০ টাকা, পাঁচটি মোবাইল, চারটি লাঠি এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, ময়মনসিংহ-জামালপুর-টাঙ্গাইলগামী মহাসড়কের মুক্তাগাছা বাজার এলাকা থেকে ছয়জন চাঁদাবাজ‘কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ী এলাকার শওকত মিয়ার ছেলে শাহিন খাঁন (৪০), মানকোন ইউনিয়নের হাত পাকিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০), কুমারগাতা ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান সোহাগ (৩৭), পৌরসভার পাড়াটঙ্গী এলাকার বশির মিয়ার ছেলে জুলহাস (৪০), লক্ষীখোলা এলাকার মৃত আক্কাস আলীর ছেলে কাইয়ুম (৩০), ভাসাটি ইউনিয়নের জয়দা গ্রামের হাসান আলীর ছেলে জুয়েল (৪৮) ও শম্ভুগঞ্জ বাজার এলাকা থেকে চরাঞ্চলের রঘুরামপুর এলাকার মৃত মিরাজ আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৪০)। এরা সকলেই ব্যক্তিগতভাবে বা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে পণ্যবাহী গাড়িতে চাঁদা আদায় করে থাকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন ময়মনসিংহের বিভিন্ন এলাকায় রাস্তার উপর অবস্থান নিয়ে চাঁদাবাজি করতো। দেশের বিভিন্ন স্থান হতে পণ্যবাহী যানবাহন ময়মনসিংহে প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের নিকট অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করে থাকে। ড্রাইভাররা তাদেরকে চাঁদা দিতে অস্বীকার করলে তাদের গাড়ি ভাংচুর, ড্রাইভার-হেলপারকে মারধর সহ প্রাণনাশের হুমকি প্রদান করে। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে তাদের আশ্রয়দাতা,পৃষ্ঠপোষকতাকারী ও মদতদাতাদের তথ্য পাওয়া যায়। ভবিষ্যতে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এজাহার দায়ের করে কোতোয়ালি ও মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। ##