ময়মনসিংহের গফরগাঁওয়ে এক রাতে তিন কৃষকের গোয়াল ঘর থেকে ছয় গরু চুরি হয়েছে।রোববার গভীর রাতে পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের নলছিড়া(পালেরবাজার),তারাটিয়া ও পাঁচবাগ গ্রামে এসব গরু চুরির ঘটনা ঘটে।চুরি যাওয়া গরু মালিকদের মধ্যে নলছিড়া গ্রামে কৃষক বিল্লাল হোসেনে ৩টি,পাঁচবাগ গ্রামের রিপন মিয়ার ২টি ও তারাটিয়া গ্রামের খান জামান মিয়া ১টি গরু রয়েছে । ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান,রাতে গোয়াল ঘরে গরুকে খাবার দিয়ে তারা তালা লাগিয়ে ঘুমাতে যায়।সোমবার ভোরে তালা খুলতে এসে দেখতে পান গোয়াল ঘর খোলা।কৃষক বিল্লাল হোসেন জানান,সংঘবদ্ধ চুরের দল পাঁচবাগের বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে একটি পিকআপ ভ্যানে ভরে করে নিয়ে যায়।এলাকাবাসী খোঁজ পেয়ে চোরের দলেকে ধাওয়া করলে গাড়ি নিয়ে এশিয়া হাইওয়ে রোড দিয়ে চলে যায়। চুরি হওয়া গরু গুলোর দাম প্রায় তিন লাখ টাকা হবে কৃষকরা জানায়। পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ জানান,গরু চুরি ঘটনার বিষয়টি আমার জানা নেই।পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।
অপর দিকে গত শুক্রবার রাতে গফরগাঁও থানাধীন দুগাছিয়া (চৌরাবাড়ি) গ্রামের ফরিদ মিয়া নামে এক কৃষকের অস্ট্রেলিয়ান দু’টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল।ফরিদ মিয়া জানান,রাতে খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। চোরের দল কোন এক সময় গোয়াল ঘরের তালা কেটে গরু দু’টি চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরুর দুটি মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে গফরগাঁও থানায় একটি জিডি করা হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ,গরু চুরি বিষয়ে থানায় লিখিত ভাবে অভিযোগ করলেও উদ্ধারে পুলিশের কোন তৎপরতা নেই।গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মদ জানান,গরু চোর ধরতে গফরগাঁও থানা এলাকার সড়ক পথে পুলিশি টহল জোরদার করা হয়েছে।কৃষকদেরকে সচেতন করা হচ্ছে।