১৭ জুলাই ২০২৩, কাগজ প্রতিবেদক, ত্রিশাল
‘দেশী ফলে বেশী বল, ফল খেয়ে কথা বল’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে সোমবার ‘গ্রীন ক্যাম্পাস’ এর আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়। আলোচনা পূর্বে ক্যাম্পাসে শোভাযাত্রাটি বের হয়ে নজরুল ভাস্কর্যে গিয়ে শেষ হয়।পরে শোভাযাত্রা শেষে আলোচনা সভায় ফল উৎসবের উদে¦াধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। প্রধান অতিথি বলেন, আমাদের ক্যাম্পাসটাকে সুন্দর মতো সাজাতে চাই। পরিকল্পনামতো সাজিয়ে ক্যাম্পাসে পরিকল্পিত বৃক্ষরোপণ করে পরিবেশ সুন্দর করতে চাই।
গ্রীন ক্যাম্পাসের উপদেষ্টা সহযোগী অধ্যাপক দ্রাবির সৈকতের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ্য মাসুম হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার ও রেজিস্ট্রার (অ. দা.) প্রকৌশলী মো. হাফিজুর রহমান প্রমূখ। ফল উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল উৎসবমুখর। ফল উৎসবে আম, কাঁঠাল, লটকন, আমলকি, পেয়ারা, আনারস, করমচাসহ বেশকিছু প্রজাতির দেশীয় ফল স্থান পায়।