বগুড়ার শেরপুর-ঢাকা মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
রোববার সকাল সাড়ে ৯টায় শেরপুর উপজেলার যমুনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান মাহমুদের স্ত্রী নীলা খাতুন (৩৫) ও ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে অর্পিতা সাহা (২০)।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের দুর্ঘটনাস্থলে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রী নীলা খাতুন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত তিনজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় অর্পিতা সাহা মারা যান। আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতরা অটোরিকশার যাত্রী। দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।