বগুড়ায় নতুন করে আরো পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় কর্মরত শহরের নারুলী উত্তরপাড়ার বাসিন্দা একজন ডাক্তার, কৈগাড়ীর একজন গৃহবধু, শাজাহানপুর উপজেলার মন্ডলপাড়ার একজন ইজিবাইক চালক, ঢাকায় কর্মরত শহরের কলোনী এলাকার বাসিন্দা পুলিশের এক এএসআই ও শহরের উত্তরপাড়ার ‘স’ মিলের একজন কর্মচারী।
এছাড়া মোহাম্মাদ আলী হাসপাতালে করোনায় আক্রান্ত দুজনের নমুনার ফলাফল আবারো পজিটিভ এসেছে। এদের একজন সারিয়াকান্দি উপজেলার ও অপরজন শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের বাসিন্দা। এ নিয়ে বগুড়ায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।