১৫ জুলাই, ২০২৩ (বাসস):
জেলার আদমদীঘি উপজেলার নশৎপুর ইউনিয়নের মুরইল বাজারের কাছে এক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, মুরইল বাজারের কাছে একটি বিকল ট্রাক রাস্তায় দাঁড়িয়ে ছিল। শনিবার ভোররাত সাড়ে ৩টায় বিকল ট্রাককে একটি মিনিট্রাক পেছেন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত এবং আহত অবস্থায় দুইজনকে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতরা হলেন- রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক চালক ঢাকার কামরাঙ্গীচরের গাফ্ফারের ছেলে দাদন মিয়া (৪০), একই এলাকার হেলপার জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৩), মিনিট্রাকের চালক নওগাঁর সাপাহার মাস্টারপাড়র আমজাদ হোসেনের ছেলে রাফিকুল ইসলাম (৫৭) ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।
দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে পুলিশ আটক করেছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।