বরিশালের বানারিপাড়া উপজেলায় শুক্রবার এক আওয়ামী লীগ নেতার কাছে ৭ হাজার ৬৮০ কেজি সরকারি চাল পাওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ইউসুফ আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তরপার বাজারের একটি দোকান থেকে ৭ হাজার ৬৮০ কেজি চাল উদ্ধার করা হয়। ওই দোকানে খাদ্য অধিদপ্তরের বস্তা খুলে চাল অন্য বস্তায় ভরার চেষ্টা চলছিল। এ সময় সেখানে উপস্থিত ইউসুফ আলী ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেন যে চালগুলো কাবিখার এবং তা অন্যত্র বিক্রির জন্য বস্তা পরিবর্তন করা হচ্ছিল।
এ ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘এ পর্যন্ত যেখানেই সরকারি চাল আত্মসাতের খবর পাওয়া গেছে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। কেউ ভবিষ্যতে এমন ঘটনার সাথে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সূত্র : ইউএনবি