কাগজ প্রতিবেদক :
ময়মনসিংহে বাংলাদেশ নজরুল সেনার উদ্যোগে গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর বাংলাদেশ নজরুল সেনা প্রাঙ্গনে বাংলাদেশ নজরুল সেনার উপদেষ্টা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীরকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ উচ্ছ্বাস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নজরুল সেনার সভাপতি মিজানুর রহমান খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. কে আর ইসলাম, অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) ড. শাহাবউদ্দিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সেনার শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। ##