কিশোরগঞ্জের কটিয়াদীর পাশের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় নাদিম মিয়া ও বায়েজিদ মিয়া নামে দুই ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বোর্ড বাজারের বিশ্বরোড সংলগ্ন একটি নার্সারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নাদিম (১৪) পিরিজপুর ইউনিয়নের মীরাকান্দি গ্রামের আওয়াল মিয়ার ছেলে। তিনি সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তেন। বায়েজিদ (০৮) একই গ্রামের আ: মান্নানের ছেলে। তিনি বাজিতপুর উপজেলার মীরাকান্দি মাদ্রাসাছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বায়েজিদ ও নাদিম বোর্ড বাজারের একটি দোকান থেকে ফার্মে মুরগী বিক্রির জন্য দাড়ি পাল্লা কিনে সাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি নার্সারীর সন্নিকটে এলে বিপরীতদিক থেকে আসা এক পৌর কাউন্সিলরের মাইক্রোর ধাক্কায় ঘটনাস্থলেই বায়েজিদ নিহত হন এবং নাদিম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী নাদিমকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসী বাজিতপুর থানা পুলিশকে খবর দিলে লাশ দুটি থানায় নিয়ে আসে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান পাটওয়ারী বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের ময়নাতদন্ত করা হবে কি না তা নিহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।