করোনা সংক্রমণের মধ্যে ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য (এমপি) করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে আগামী অধিবেশনে যেসব এমপি অংশ নেবেন, তাদের করোনা পরীক্ষা শুরু করেছে জাতীয় সংসদ।
জাতীয় সংসদ মেডিকেল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার আরিফুল হক বলেন, ‘এমপিদের করোনা টেস্ট করা শুরু হয়েছে। যারা পরবর্তী অধিবেশনের যোগ দেবেন তাদের টেস্ট করা হচ্ছে।’
চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘শনিবার নমুনা দিয়েছি। আমরা এমপিদের করোনা টেস্টের জন্যে অনুরোধ করেছি।’
সংসদ সচিবালয়ে এক কর্মকর্তা বলেন, ‘১৬৫ জন সংসদ সদস্যকে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।’
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, ‘বাজেট অধিবেশন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে করা হয়েছে। সংসদের সময় কমানোসহ কার্যদিবস কমিয়ে ৮ কার্যদিবস করা হয়েছে।’
উল্লেখ্য, আগামী ২৩, ২৪, ২৯, ৩০ জুন চারটি অধিবেশন হবে। শেষ দিন (৩০ জুন) নতুন অর্থ বছরের বাজেট পাস হবে। ওই বৈঠকে যেসব এমপি উপস্থিত থাকবেন, তাদের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী করোনা টেস্ট করা হচ্ছে। শনিবার (২০ জুন) থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এ দিন ১৯ জন এমপির নমুনা সংগ্রহ করা হয়েছে।