ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লে এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দা মতি মেম্বার ও সুলতান মাস্টারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকটি মামলাও চলমান।
পূর্ব বিরোধের জের ধরে শনিবার সকালে ৮টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।