হৃদরোগে মারা গেছেন বাবা। বাবাকে শেষ দেখা দেখতে ফিরছিলেন নিজ বাড়িতে। কিন্তু, ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হতে হল ছেলেকে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে।
স্থানীয় লোকজন ও সোনাতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের উত্তর করমজা গ্রামের রমজান আলী মণ্ডল পরী (৫৫) শনিবার রাতে হৃদরোগে নিজ বাড়িতে মারা যান। এ সংবাদ পেয়ে ঢাকায় কর্মরত পুত্র রাশেদ ইমরান পিতার লাশ দাফন করার জন্য একটি প্রাইভেট মাইক্রোবাস ভাড়া করে বগুড়ার উদ্দেশে রওনা দেন।
শনিবার রাত আনুমানিক দেড়টার সময় গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পৌঁছলে তার প্রাইভেটকারটি ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা বেরিকেড সৃষ্টি করে ছিনতাই করার চেষ্টা করে। এসময় তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় রাশেদ।
পরে কালিয়াকৈর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানা পুলিশ তার দেহ তল্লাশি করে গ্রামের পরিচয় পায়। পরে বিষয়টি স্থানীয় সোনাতলা থানার পাকুল্লা ইউপি চেয়ারম্যান মো: জুলফিকার রহমান শান্তকে মোবাইল ফোনে জানান।
রাশেদের আত্মীয়-স্বজন কালিয়াকৈর থানা থেকে রোববার দুপুরে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান। বাবা ও ছেলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
সোনাতলা থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, ঘটনাটি তার এলাকায় না হওয়ায় মামলাটি কালিয়াকৈর থানায় হয়েছে।