বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল। করোনাভাইরাসের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তবে কার্গো, ত্রাণ ও সহায়তা সামগ্রী বহনকারী ফ্লাইট, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স চলাচল এবং জরুরি অবতরণ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান শনিবার এ তথ্য জানান। তিনি জানান, এই নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য- এই ১৬টি দেশের ক্ষেত্রে কার্যকর হবে।
বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে এখন শুধু চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চলছে বলে তিনি জানান।