ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বে করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় উঠে এসেছে ব্রাজিল।
ওয়াল্ডোমিটার্সের হিসেবে, দেশটিতে এ পর্যন্ত ৪১ হাজার নয় শ’ একজন মারা গেছেন।
ব্রাজিলে শুক্রবার ৯০৯ জন মারা গেছেন। দেশটিতে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে আক্রান্ত হয়েছে আট লাখ ২৮ হাজার ৮১০ জন।
বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সংখ্যা এর ১০ থেকে ১৫ গুণ বেশি হতে পারে।