করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে নরসিংদীর বেলাবতে। গত ২৪ ঘণ্টায় নয়জনের নমুনা পাঠানোর পর নয়জনই করোনা পজেটিভ হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: নজরুল ইসলাম। নতুন এই নয়জনের মধ্যে একই পরিবারের সাতজন।
এ পর্যন্ত মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিয়ারে পাঠানোর পর ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, নতুন সাতজন পূর্বে আক্রান্ত এক ব্যক্তির পরিবারের।
তিনি আরো জানান আক্রান্ত রোগীরা হাসপাতালের আইসোলেশন অথবা নিজ বাড়ি যেখানে তারা চিকিৎসা নিতে ইচ্ছে করবে সেখানেই পূর্ণ সেবা দেয়া হবে। আক্রান্তদের বাড়ি লক ডাউন করে দিয়েছে প্রশাসন।