করোনাভাইরাসে মৃতের সংখ্যায় যুক্তরাজ্যকে টপকে বিশ্বে দ্বিতীয় স্থানে জায়গা করে নেওয়ার পথে ব্রাজিল। শনিবার কোভিড-১৯ রোগী মারা যাওয়ার সংখ্যা এক হাজারের নিচে ছিল। তাতে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৩৬ হাজার ছুঁই ছুঁই। একদিনে শনাক্ত হয়েছে ২৭ হাজারের বেশি, মোট ৬ লাখ ৭২ হাজারের বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আরও ৯০৪ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট প্রাণহানি বেড়ে ৩৫ হাজার ৯৩০ জন। ৪০ হাজার ৪৬৫ জনের মৃত্যুতে যুক্তরাজ্য আছে তাদের উপরে। এক নম্বরে থাকা যুক্তরাষ্ট্রে মারা গেছেন এক লাখ ১২ হাজার ৯৬ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ব্রাজিলে আরও ২৭ হাজার ৭৫ জনের আক্রান্তের খবর দিয়েছে। দেশে মোট ৬ লাখ ৭২ হাজার ৮৪৬ জন করোনা রোগী পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার কোভিড-১৯ মৃত্যুতে ইতালিকে পেছনে ফেলে তিনে জায়গা করে নেয় ব্রাজিল।
ভাইরাসের প্রাদুর্ভাব না কমলেও প্রেসিডেন্ট জাইর বোলসোনারো দেশের অধিকাংশ খাত খোলার ব্যাপারে জোর করছেন। প্রায় সময় এই রোগের গুরুত্ব না দিয়ে বিতর্কের ঝড় তুলেছেন তিনি।