করোনাভাইরাস সংক্রমণের বিস্তারিত তথ্য লুকিয়ে ফেলে তীব্র সমালোচনার শিকার হয়েছিল ব্রাজিলের ডানপন্থী সরকার। দুদিন যেতেই আগের অবস্থায় ফিরে এলো করোনা সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইটটি। তাতে দেখা গেছে, সোমবার পর্যন্ত ব্রাজিলে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৭ লাখ। আর মৃত্যু হয়েছে ৩৭ হাজারের বেশি।
গত দুই দিন কেবল দৈনিক আক্রান্ত আর মৃত্যুর হিসাব দেখা গেছে ওয়েবসাইটে। বিস্তারিত তথ্য কেন লুকানো হলো তা জানাননি প্রেসিডেন্ট বা স্বাস্থ্যমন্ত্রী। তবে সোমবার আগের অবস্থায় ফেরার পর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানালো, দুটি প্রদেশ থেকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তা সংশোধন করে আবার বিস্তারিত তথ্য প্রকাশ করা হলো।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার আরও ১৫ হাজার ৬৫৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৭৯ জন। আগের দিনের হিসাবে কম হলেও মোট আক্রান্ত বেড়ে ৭ লাখ ৭ হাজার ৪১২ জন। মৃত্যু হয়েছে মোট ৩৭ হাজার ১৩৪ জনের।