ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকাসক্ত এক সাবেক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। নিহত সাবেক মেম্বারের নাম মস্তু মিয়া (৬৫)। তিনি উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলি গ্রামের ছুরু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একটি পরিত্যক্ত বাড়িতে বসে মস্তু মিয়া ও অন্য একজন মদ পান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে আটক করে। পরে ক্ষুব্ধ জনগণ তাকে মদ্যপ অবস্থায় পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাবেক ইউপি সদস্য মস্তু মিয়া একজন মাদকসেবী। প্রায় সময়ই এলাকার অন্যান্য মাদকসেবীদের সাথে তিনি মাদকসেবন করতেন বলে জানায় পুলিশ। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন।
নাসিরনগর থানার ওসি সাজেদুর রহমান জানান, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।