ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৩ হাজার ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ওই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৪ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, একদিনের মধ্যে কোভিড-১৯ প্রাণ কেড়েছে আরো ৩৭ জনের, ফলে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৮ জনে। তবে করোনা সংক্রমণের হার রৈখিক, অর্থাৎ একটি নির্দিষ্ট হারে এই সংক্রমণ বেড়েছে, হঠাৎ করে বড় কোনো কার্ভ দেখা যায়নি সংক্রমণের গ্রাফে।
এ প্রসঙ্গে দেশটিতে স্বাস্থ্যসঙ্কট মোকাবিলায় তৈরি গ্রুপের সভাপতি সি কে মিশ্র জানিয়েছেন, ‘কোভিড-১৯ এর বৃদ্ধি কম-বেশি এদিক-ওদিক হয়েছে; এটি প্রমাণ করছে যে, আমরা এই রোগকে আটকাতে যে কৌশলগুলো নিয়েছি তাতে কিছুটা হলেও সাফল্য মিলেছে।’
ভারতে মোট করোনা আক্রান্তের প্রায় অর্ধেকই তিন রাজ্য- মহারাষ্ট্র, দিল্লি ও গুজরাটে। প্রতিটি রাজ্যেই ওই মারণ রোগে আক্রান্ত কমপক্ষে ২ হাজার জন। বৃহস্পতিবার সরকারি তথ্যে দেখা গেছে, উপরোক্ত তিনটি রাজ্য এবং মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশসহ মোট সাতটি রাজ্যে দেশের মোট করোনা আক্রান্তের প্রায় ৭৮ শতাংশ রয়েছে।
সূত্র : এনডিটিভি