ভারতে টানা দুইদিন করোনায় আক্রান্তের দৈনিক রেকর্ড হওয়ার পর কিছুটা কমেছে শনাক্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৫৯ জনের নতুন করে কোভিড হওয়ার খবর দিয়েছে। আগের দিন রেকর্ড ১৯ হাজার ৯০৬ জনের করোনা পজিটিভ হয়েছিল। টানা দুইদিন ১৯ হাজারের বেশি শনাক্ত হওয়ায় মোট সংখ্যা সাড়ে ৫ লাখের কাছাকাছি।
রোববারই আক্রান্ত পাঁচ লাখ পার করেছিল। সোমবার তা বেড়ে হলো ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। আর মোট মৃত্যু ১৬ হাজার ৪৭৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৮০ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২ হাজার ১০ জন, মোট ২ লাখ ১০ হাজার ১২০ জন।
আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে পাঁচ হাজার জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ৬২৬ জন। এর পরই দিল্লি ও তামিলনাড়ু। এই দুই রাজ্যেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। তামিলনাড়ুতে একদিনে প্রায় চার হাজার ও দিল্লিতে দুই হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে।
৭ হাজার চারশ ২৯ জনের মৃত্যু নিয়ে সবার উপরে মহারাষ্ট্রই। একদিনে সেখানে ১৫৬ জন মারা গেছেন। রাজধানী দিল্লিতে ২ হাজার ৬২৩ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাটে এক হাজার ৮০৮ জনের প্রাণ কেড়েছে করোনা। হাজার পেরনোর তালিকায় ঢুকে পড়েছে তামিলনাড়ুও, মৃতের সংখ্যা এক হাজার ৭৯ ছুঁয়েছে।