কাগজ ডেস্ক, ভালুকা প্রতিনিধি :
৬দিন কর্ম বিরতির পর ময়মনসিংহের ভালুকা মডেল থানায় আনুষ্ঠানিক ভাবে সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ১১ টায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আবিদুর রহমান ও ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা ভালুকা মডেল থানা পরিদর্শন করেন।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, তারা দেশের উদ্ভূত পরিস্থিতিতে সব অফিসার ও পুলিশ সদস্যগণ থানা অভ্যন্তরেই অবস্থান করছিলেন। আজ হতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় সব প্রকার নিরাপত্তা ডিউটি পালন ও সেবা কার্যক্রম পুরোদমে শুরু করেছেন।
তিনি আরও জানান, সোমবার থানা পরিদর্শনে আসা ডিআইজি মহোদয় তাদেরকে অতীত থেকে শিক্ষা নিয়ে সেবা নিতে আসা জনগণের নিরাপত্তা বিধানসহ কোনো প্রকার হয়রানির শিকার যাতে না হয় সে দিক লক্ষ রেখে দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন।