কাগজ প্রতিবেদক, ভালুকা :
আ’লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, বিএনপি, জামায়াতের হত্যা, ষড়যন্ত্র নৈরাজ্য, আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। রোববার সকালে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় দলীয় কার্যালয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু। উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, সাংগঠনিক সম্পাদক এ বি এম আফরোজ খান আরিফ, আব্দুর রাজ্জাক, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবীব মোহন,সাধারণ সম্পাদক জাকারিয়া, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন।##